বিংশ শতাব্দীর মধ্যভাগে ১৯৬১ সালে মরহুম আমান উল্লাহ খান সাহেব ও মরহুম মিজানুর রহমান খন্দকার এলাকাবাসীকে উদ্বুদ্ধ করে জয়লা গুয়াগাছী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বিদ্যালয়টি গুয়াগাছী জয়লা উচ্চ বিদ্যালয় নামে পরিচিত হয়। সেই সময়েএই অঞ্চলের যোগাযোগ ছিলো দুর্গম এবং নাজুক। প্রতি বছর অথৈ বন্যায় জানমালের ক্ষতি হত। উচ্চ শিক্ষা গ্রহণের কোন সুযোগই ছিলোনা। এই রকম পরিস্থিতির মধ্যেই এই বিদ্যালয়টি যাত্রা শুরু করে।